×
EntertainmentTrending

শেষমেশ বিয়ে করলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, ভাইরাল বিয়ের অ্যালবাম

অনির্বাণ ভট্টাচার্য তার দীর্ঘদিনের বান্ধবী মধুরিমা গোস্বামীকে বিয়ে করলেন। তারা কাগজ ও কলমেই সারলেন বিবাহ। তাদের বহুদিনের বন্ধুত্বকে এক নতুন পরিচয় দিলেন তারা। বন্ধুবান্ধব,আত্মীয়স্বজন ও কিছু কাছের মানুষদের নিয়ে রেজিস্ট্রি বিবাহ করলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ও তার বান্ধবী মধুরিমা গোস্বামী।কাগজে-কলমে রেজিস্ট্রি সারার পর অনির্বাণ তার নববধূর সিঁথিতে সিঁদুর দিয়েছেন।

ADVERTISEMENT

করোনাবিধি মেনে,ঘরোয়া আয়োজনে।চারহাত এক হলো অনিবার্ণ-মধুরিমার। লাল শাড়িতে সেজেছিলেন বিয়ের দিন মধুরিমা।অনির্বাণও স্ত্রীর সঙ্গে মিল রেখেই লাল পাঞ্জাবিতে সেজেছিলেন তিনি। লাল শাড়ি ও লাল পাঞ্জাবিতে নবদম্পতির সৌন্দর্য আরও বেশি প্রকাশ পেয়েছে। ২৬ নভেম্বর,বৃহস্পতিবার এই জুটির বিয়ের আসর বসেছিলো সল্টলেকের ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে।বিয়ের আয়োজন ঘরোয়া এবং ছোট্ট পদ্ধতিতে হয়েছিলো। জানা গেছে,২৭ নভেম্বর,শুক্রবার অনির্বাণ ও মধুরিমার রিসেপশন আয়োজিত হতে চলেছে।

বাংলা চলচ্চিত্রের অনেকেরই উপস্থিত থাকার কথা রয়েছে সেখানে। অনির্বাণ জানিয়েছেন,কভিড পরিস্থিতির কথা ভেবেই খুব বেশি আয়োজন করা হয়নি তাদের বিয়েতে।প্রবেশে নিষেধাজ্ঞা ছিল মিডিয়ার। বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিতের সংখ্যা ছিল কম-বেশি ১০০ জন মাত্র।সেদিন তাদের মেনুতে সম্পূর্ণ বাঙালি খাবার আয়োজন করা হয়। এই দম্পতির আলাপ দীর্ঘদিনের।

এই প্রেম সম্পর্ক প্রায় এক দশক পুরনো। তারা একসঙ্গে বেশকিছু নাটকে কাজ করেছেন। মধুরিমা ও অনির্বাণ দুজনেই একসাথে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। ‘উদারনীতি’ ও ‘হস্তগত’ নামে দুটো নাটকে অনির্বাণ-মধুরিমা একসাথে কাজ করেছেন। সব মিলিয়ে এবং সব কল্পনার অবসান ঘটিয়ে এখন তারা নব বিবাহিত দম্পতি। শুভেচ্ছা উপচে পড়ছে এই জুটির জন্য সোশ্যাল নেটওয়ার্কে।

ADVERTISEMENT

Related Articles