×
EntertainmentTrending

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য, জানেন পাত্রী কে? রইলো তার ছবি!

বাঙালি মেয়েদের ক্রাশ বলতে যীশু,পরমের পাশাপাশি অনির্বান ভট্টাচার্য ও একজন। তাঁকে একবার দেখার জন্য পাগল মেয়েরা। তবে, এবার মেয়েদের কাঁদিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। চলতি বছরেই তিনি নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তাঁর বহুদিনের বান্ধবী মধুরিমার সঙ্গে।

ADVERTISEMENT

তাঁর হবু স্ত্রী মধুরিমা সেও নাট্যচর্চার সঙ্গেই যুক্ত বহুদিন ধরে। একসঙ্গে তারা বেশকিছু নাটক প্রযোজনাতে কাজও করেছেন। মধুরিমার বেড়ে ওঠা একেবারে সাংস্কৃতিক আবহে। তার বাবা পদ্মশ্রী খ্যাত মুখাভিনয় শিল্পী নিরঞ্জন গোস্বামী।আর তাই স্বাভাবিকভাবেই ছোটবেলা থেকে সাংস্কৃতিক পরিবেশে বড় হয়েছে মধুরিমা।

এই বছরের গোড়ার দিকেই তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু,অবশেষে বাঁধ সেধেছিল করোনা ভাইরাস। তবে, এমাসের শেষের দিকে এবার পাকাপাকি ভাবেই বিয়ের পিঁড়িতে বসছে অভিনেতা অনির্বান। তবে, অনির্বান চিরকালই প্রথার বিরোধী। তাই মন্ত্র উচ্চারণ করে সাত পাকে বাঁধা পড়বেন না তিনি। সেই সময় টা বাঁচিয়ে তিনি খাওয়া দাওয়া, আড্ডা, মজা করবেন।

অভিনেতা অনির্বান ভট্টাচার্য ইতিমধ্যেই তার অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আগামী সময়েও তিনি ধ্রুব বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে কাজ করতে চলেছেন। তবে, সম্প্রতি তিনি তার বিয়ে নিয়ে খুবই ব্যাস্ত। আর সেটা হওয়াটাই স্বাভাবিক। আপাতত তার এই বিয়ের খবরই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ADVERTISEMENT

Related Articles