Entertainment

মাত্র ৪ মাসের মধ্যেই বন্ধের মুখে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক! মাথায় হাত দর্শকদের

Advertisement

চারমাসেই বন্ধের পথে জি বাংলার জনপ্রিয় এই ধারাবাহিক। অবাক নেটিজেনরা। এখন সিরিয়ালকে টিভির পর্দায় টিকিয়ে রাখার জন্য টিআরপিই শেষ কথা বলে। আগেকার দিনে সিরিয়াল মানেই কম করে ৩-৪ বছর তো চলবেই। আর তার উদাহরণ আছে ‛মা’ সিরিয়ালের মতো ধারাবাহিক। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে সেসব এখন অতীত।

মাত্র ৪ মাসের মধ্যেই বন্ধের মুখে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক! মাথায় হাত দর্শকদের

নতুন হোক বা পুরোনো টিআরপি তালিকায় জায়গা না করতে পারলে যেকোনো সময়ই ধারাবাহিকের কপালে কোপ পড়ে। আর এবার তেমনটাই কোপ পড়লো ৪ মাসের চলা ধারাবাহিকে। ২০২২ সালের নভেম্বর মাসে জি বাংলার পর্দায় শুরু হয়েছিল নতুন ধারাবাহিক ‛সোহাগ জল’ (Sohag Jol)। যার মুখ্য চরিত্রে রয়েছেন শ্বেতা ভট্টাচার্য ও হানি বাফনা। সোহাগ জলের গল্পটা শুরু থেকেই খানিকটা গোলমেলে।

মাত্র ৪ মাসের মধ্যেই বন্ধের মুখে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক! মাথায় হাত দর্শকদের

এমন এক দম্পতি যাদের বিবাহিত জীবন শুরু হয় নানান সমস্যা দিয়ে। গল্পের নায়িকা জুঁই সরে আসে শুভ্রর জীবন থেকে। আর তখনই বিধবা বেনে বৌদি আনে টুইস্ট। জানায় সে শুভ্রর সন্তানের মা হতে চলেছে। এমনকি জোর করে ছলেবলে শুভ্রকে বিয়েও করে নেয়। তবে, নতুন প্রোমো বলছে এই সন্তান শুভ্রর না তার জেঠতুতো দাদা সৌম্যর। আর এই সমাধান দেখিয়েই নাকি শেষ হবে ধারাবাহিক।

মাত্র ৪ মাসের মধ্যেই বন্ধের মুখে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক! মাথায় হাত দর্শকদের

যদিও চ্যানেলের পক্ষ থেকে এখনও ধারাবাহিক বন্ধের কোনো খবর পাওয়া যায়নি। তবে, এটা শোনা গিয়েছে যে, মার্চ মাসে নাকি নতুন এক ধারাবাহিক আসবে পর্দায়। যার মুখ্য চরিত্রে দেখা যাবে ‛মাধবী লতা’-র নায়িকা শ্রাবনী ভূঁইয়াকে। এছাড়া থাকবেন শ্রীপর্ণা রায়। এছাড়া আরেকজন নায়িকাও নাকি থাকবেন। যদিও তার নাম এখনও ঠিক হয়নি। সঙ্গে থাকবে তিন নায়কও।