Entertainment

বিয়ের ১৬ বছর পর বিচ্ছেদের পথে ঐশ্বর্য-অভিষেক!

Advertisement

তাহলে কি এবার সত্যি সত্যি বিচ্ছেদের পথে হাঁটতে চলেছে অভিষেক ও ঐশ্বর্যর সম্পর্ক? কানাঘুষো নেটমাধ্যমে। বলিউডের (Bollywood) অন্যতম সুন্দরী অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন (Aiswarya Rai Bachchan)। বলিউডের প্রাক্তন এই বিশ্ব সুন্দরীর চাউনিতে আজও কুপোকাত লাখ লাখ পুরুষ। তার জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। নিজের অভিনয় দক্ষতা দিয়েই তিনি জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে।

বিয়ের ১৬ বছর পর বিচ্ছেদের পথে ঐশ্বর্য-অভিষেক!

রিল থেকে রিয়েল লাইফ সব নিয়েই তিনি চর্চায় থাকেন। যেমন তার অভিনয় নিয়ে চর্চা হয় তেমনই সম্পর্ক নিয়েও হয় আলোচনা। অন্যদিকে বিগ বি অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) পুত্র হলেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। একসময় সেভাবে বলিউডের (Bollywood) পর্দায় জনপ্রিয়তা না পেলেও এখন একেরপর এক ছবি ও ওয়েব সিরিজ দিয়ে চমকে দিচ্ছেন দর্শকদের।

বিয়ের ১৬ বছর পর বিচ্ছেদের পথে ঐশ্বর্য-অভিষেক!

আর সেক্ষেত্রে বলা যায় আপাতত অভিষেকের কেরিয়ার উঠতির দিকে। ২০০৭ সালে বিশ্ব সুন্দরী ঐশ্বর্যর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিষেক। দেখতে দেখতে বিয়ের প্রায় ১৬ টা বছর তারা একসঙ্গে কাটিয়ে ফেললেন। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। যার নাম আরাধ্যা (Aaradhya Bachchan)। তবে, কানাঘুষো শোনা যাচ্ছে যে, অভিষেক ও ঐশ্বর্যর (Abhishek-Ashwariya) নাকি বিচ্ছেদ হতে চলেছে! কিন্তু কেন? শোনা যাচ্ছে তাদের মধ্যেকার সম্পর্ক নাকি ঠিক নেই।

বিয়ের ১৬ বছর পর বিচ্ছেদের পথে ঐশ্বর্য-অভিষেক!

সম্প্রতি আম্বানিদের কালচারাল সেন্টারের লঞ্চিং পার্টিতে আরাধ্যাকে নিয়ে হাজির হয়েছিলেন ঐশ্বর্য (Aiswarya Rai Bachchan)। আর তার আগে স্টার্স স্পোর্টসের এক ইভেন্টে অভিষেক একা হাজির হয়েছিলেন। আর তারপর থেকেই তাদের সম্পর্ক ঠিক নেই এই গুঞ্জনে উত্তাল নেটপাড়া। এমনকি উঠেছে বিচ্ছেদ প্রসঙ্গ। তবে, আগামী দিনই বলবে কোনদিকে বইবে ঐশ্বর্য ও অভিষেকের (Ashwariya-Abhishek) সম্পর্ক।

বিয়ের ১৬ বছর পর বিচ্ছেদের পথে ঐশ্বর্য-অভিষেক!

Disclaimer:

এই খবরটি ইউটিউব থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এই বিষয়টি Humppy নিশ্চিত করেনা।