Entertainment

আরাধ্যকে নিয়ে ভুয়ো খবর ছড়ানো, শেষমেষ মেয়েকে নিয়ে আদালতে অভিষেক!

Advertisement
Advertisements

আদালতে আরাধ্যা (Aaradhya Bachchan)! কিন্তু কেন? বচ্চন পরিবারের আগামী উত্তরসূরী হলেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan) ও ঐশ্বর্য রাই বচ্চনের (Aiswarya Rai Bachchan) একমাত্র মেয়ে আরাধ্যা বচ্চন। আর তাকে নিয়ে ছড়ানো হচ্ছে ভুয়ো খবর। আর তাতেই রেগে আগুন বচ্চন পরিবারের সকলে। কিন্তু বিষয়টি কি ঘটেছে তাই ভাবছেন নিশ্চই? দিনকয়েক আগে নীতা মুকেশ আম্বানির কালচারাল সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে মেয়েকে নিয়ে ঐশ্বর্য উপস্থিত হয়েছিলেন। সঙ্গে ছিলেন না অভিষেক।

আরাধ্যকে নিয়ে ভুয়ো খবর ছড়ানো, শেষমেষ মেয়েকে নিয়ে আদালতে অভিষেক!

আর তার আগে স্টার্স স্পোর্টসের এক ইভেন্টে অভিষেক একা হাজির হয়েছিলেন। আর তারপর থেকেই তাদের সম্পর্ক ঠিক নেই এই গুঞ্জনে উত্তাল নেটপাড়া। এমনকি উঠেছে বিচ্ছেদ প্রসঙ্গ। তবে, সেই গুঞ্জনে বালি চাপা দিয়ে অভিষেক রাই সুন্দরীর ছবিতে ভালোবাসা জাহির করেছেন। আর তা থেকেই বোঝা যায় যে, তাদের মধ্যেকার সম্পর্ক ঠিক কেমন। তবে, এবার অভিষেক-ঐশ্বর্যকে (Abhishek-Aiswarya) ছেড়ে তাদের মেয়ে আরাধ্যাকে (Aaradhya Bachchan) নিয়ে ছড়ানো হল ভুয়ো খবর।

আরাধ্যকে নিয়ে ভুয়ো খবর ছড়ানো, শেষমেষ মেয়েকে নিয়ে আদালতে অভিষেক!

কিন্তু সেটা কি? আসলে The Economic Times-এর রিপোর্ট অনুযায়ী দুটি ইউটিউব চ্যানেল ‛বলিউড টাইম’ ও ‛বলিউড চিঙ্গারি’ আরাধ্যার (Aaradhya Bachchan) স্বাস্থ্য নিয়ে ভুল খবর প্রচার করেছে। আর এই ঘটনায় বচ্চন পরিবারের সুনাম নষ্ট হচ্ছে। ইতিমধ্যেই ভিডিও গুলো মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি দিল্লি উচ্চ আদালতে পিটিশন দাখিলও করা হয়েছে। এই ঘটনায় ভীষণ ভাবেই ক্ষিপ্ত বিগ বি (Big B) অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।

আরাধ্যকে নিয়ে ভুয়ো খবর ছড়ানো, শেষমেষ মেয়েকে নিয়ে আদালতে অভিষেক!

এমনকি বিষয়টি নিয়ে রেগে আছেন অভিষেকও (Abhishek Bachchan)। তার কথা ২০২১ সালেও নাকি আরাধ্যাকে টার্গেট করা হয়েছিল। আর এবারেও তাই। অভিনেতার মতে তিনি একজন সেলিব্রেটি (Celebrity)। তার দোষ-গুন, ভালো-মন্দ নিয়ে আলোচনা হতেই পারে। কিন্তু তাই বলে তার মেয়েকে নিয়ে নয়। সে এসব থেকে অনেক দূরে। অভিষেক সরাসরি বলেছেন ট্রোলাররা (Troller) তার মুখোমুখি হোক। কিন্তু মেয়েকে নিয়ে একটাও বাজে মন্তব্য শুনতে বাবা অভিষেক একেবারেই রাজি নয়।