আভা পলকে দেখে নিজেকে ধরে রাখতে পারেনি যুবক, ভুলেও পরিবারের সামনে দেখবেন না এই ওয়েব সিরিজ

সিনেমা সিরিয়ালের পাশাপাশি গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে এক নতুন সংযোজন হয়েছে ওয়েব সিরিজের। প্রযুক্তির সাথে খাপ খাইয়ে চলতে গিয়ে এখন প্রত্যেকেই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ওয়েব সিরিজ দেখতে পছন্দ করছেন। আঞ্চলিক ভাষার বেশ কিছু ওয়েব সিরিজ টেক্কা দেয় বড় বাজেটের সিনেমাকেও। করোনা পরবর্তী সময় থেকে ঘরে বসে সেইসব OTT-র কদর কয়েক গুন বেড়ে গিয়েছে। অ্যাডাল্ট ওয়েব সিরিজ গুলির মূল কার্যকর্তা উল্লু, প্রাইম শট, কোকু মতো অ্যাপ গুলি। এবার সেই অ্যাডাল্ট সিরিজ ব্যাপক ভাইরাল হয়েছে।
Web Series: নামকিন (Namkeen)
Platform: উল্লু (Ullu)
Cast: আভা পল (Abha Paul), কবিত দত্ত (Kavit Dutt)
Story: গল্পটি তৈরী হয়েছে রাজভীর বলে একটি ছেলেকে নিয়ে। যে শুধু মেয়েদের সাথে সময় কাটায়। কিন্তু আজ পর্যন্ত নিজের ভার্জিনিটি থেকে দূরে রাখতে পারেনি। এমন সময়ই সে তার পাশের ফ্ল্যাটের ববি বৌদিকে দেখতে থাকে। তার শরীরের রসে ডুবে যায় রাজভীর। তবে তখনই তাদের ফ্ল্যাটে আসে এক দম্পতি। মুসলিম হবার জন্যই বোরখা পরে থাকে সেই মহিলা। তাই লুকিয়ে লুকিয়ে রাজভীর তার সৌন্দর্য দেখে ও প্রেমে পড়ে যায়। এমন অবস্থায় তার বর তাকে শারীরিক অত্যাচার করতো ও তাকে বেঁধে রেখেছিলো বলে জানতে পারে। রাজভির ও তার বন্ধুরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে। কি হবে এই গল্পের তা দেখবেন নামকিন সিরিজের মধ্যে দিয়ে।
Release Date: ২০২১ সালের ২০সে অগাস্ট এই সিরিজ রিলিজ করেছিল।
Languages: হিন্দি সহ আরও ৬টি ভাষায় এই সিরিজ আপলোড করা হয়েছে।
Subscription: উল্লু অ্যাপ ডাউনলোড করে নির্দিষ্ট সাবস্ক্রিপশন নিলে তবেই এই সিরিজ দেখতে পাবেন।