১৫ কেজি কমিয়ে ফের বলিউডে ফিরলেন ‘আশিক বানায়া’র অভিনেত্রী তনুশ্রী দত্ত

দীর্ঘদিন পর ফের অভিনয় জগতে ফিরতে চলেছেন তনুশ্রী দত্ত। সোশ্যাল মিডিয়ায় নিজের কামব্যাকের কথা নিজেই জানিয়েছেন তিনি। সুন্দরী প্রতিযোগিতা থেকে সরাসরিই বলিউডে এন্ট্রি নিয়েছিলেন তনুশ্রী। এরপর ২০১০ সালে তাঁর শেষ সিনেমা ছিল আপার্টমেন্ট। তারপরই সিনেমা জগত থেকে বিরত নেন তিনি।
তবে, নিয়মিত ছবি পোস্ট করে খবরে থাকেন তনুশ্রী। সম্প্রতি তিনি ১৫ কেজি ওজন কমিয়ে একবারে নতুন অবতারে ধরা দিলেন। আর সঙ্গে লিখলেন ফের আসছি বলিউডে
এবার নিজের ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করে জানালেন ওয়েব সিরিজ আর ছবির কাজ করবেন তিনি। তনুশ্রী লেখেন যে, অনেকেই ভাবছেন আমি আমেরিকায় আইটি কোম্পানিতে চাকরি করছি। কিন্তু সেটা একদমই ভুল। ওখানকার আইটি কোম্পানি গুলি আমায় কাজের অফার দিলেও আমি কাজ করিনি।
তিনি বলেন যে, তিনি একজন শিল্পী। মুম্বাইতে তার অভিনেত্রী সত্তাকে কাজে লাগাতে চাই। তিনি আরও বলেন যে, করোনা পরিস্থিতির কারণে এই মুহূর্তে তিনি তার ভক্তদের শ্যুট শুরুর কোনো নির্দিষ্ট দিন জানাতে পারছেন না তিনি।
তবে, সম্প্রতি তিনি একটি ফটোশ্যুট করেছেন। যার জন্য তিনি ১৫ কেজি ওজন কমিয়েছেন। তিনি বলেন যে, এবার থেকে তিনি আরও ভালোভাবে কাজ বাছাই করবেন।
২০০৫ সালে চকোলেট সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটে তার। এরপর ইমরান হাশমির বিপরীতে আশিকি বানায়া আপনে সিনেমায় অভিনয় তাকে তুমুল জনপ্রিয়তা দেয়।