শিল্পা থেকে ক্যাটরিনা, সিনেমা ছাড়াও ব্যবসা থেকে কোটি টাকা উপার্জন করেন এই ৬ বলি অভিনেত্রী

বলিউড (Bollywood) জগৎ মানেই নাম, যশ, খ্যাতিতে ভরপুর জীবন। শোবিজ এই দুনিয়া সকলের কাছেই বেশ ঈর্ষনীয়। বহু অভিনেত্রী যারা কিনা খুব কম বয়সে এমনকি কম সময়ের মধ্যে জায়গা করে নিয়েছেন বলিউডের অন্দরে। প্রত্যেকেই নিজের নিজের কেরিয়ারে বেশ সফল। তাদের রয়েছে আলাদা রকমেরই খ্যাতি। আর এই খ্যাতির পাশাপাশি তাদের ব্যাঙ্কেও রয়েছে মোটা অংকের টাকা।
তবে, শুধু অভিনয় করেই নয় পাশাপশি তাদের নিজেদের রয়েছে ব্যবসা। যা থেকে তারা উপার্জন করেন কোটি কোটি টাকা। আজকের এই প্রতিবেদনে এমনই ৬ বলি অভিনেত্রীর কথা বলবো। চলুন তবে দেখে নেওয়া যাক।
১.শিল্পা শেট্টি (Shilpa Sheety)
বলিউডের জনপ্রিয় তথা ফিট একজন অভিনেত্রী হলেন শিল্পা। যিনি অভিনেত্রীর পাশাপাশি একজন ব্যবসায়ীও বটে। মুম্বাইতে ‛বাস্তেন চেইন’ নামে তার একটি রেস্তোরাঁ আছে। এছাড়াও তার রয়েছে একটি ইউটিউব চ্যানেল। যেখানে তিনি স্বাস্থ্যকর খাবারের টিপস দেন। আর তা থেকে তিনি বেশ ভালো টাকা উপার্জন করেন। তার সম্পত্তির পরিমান ১৩০ কোটি টাকা।
২. দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)
বলিউডের প্রথম সারির একজন অভিনেত্রী হলেন দীপিকা পাড়ুকোন। তার একটি নিজস্ব পোশাকের ব্র্যান্ড রয়েছে। যার নাম ‛অল অ্যাবাউট ইউ’। এছাড়াও কিছুদিন আগে দীপিকা স্কিনকেয়ার ব্র্যান্ড ‛82E’ লঞ্চ করেছেন। দীপিকার মোট সম্পত্তির পরিমান ৩৬৬ কোটি টাকা।
৩. প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)
দেশিগার্ল প্রিয়াঙ্কার রয়েছে অনেকগুলি ব্যবসা। প্রথমেই বলে রাখি যে, প্রিয়াঙ্কার ‛পেবল পিকচার্স’ নামে একটি প্রযোজনা সংস্থা খুলেছেন। এছাড়াও রয়েছে হেয়ার কেয়ার ব্র্যান্ড ‘অ্যানোমালি’ ও খাবারের রেস্তোরাঁ ‛সোনা’। সবমিলিয়ে প্রিয়াঙ্কা মোট ৩ টি ব্যবসা চালান।
৪. আলিয়া ভাট (Alia Bhatt)
অভিনয় ছাড়াও ‛এড-এ-মামা’ নামের একটি ব্র্যান্ড রয়েছে তার। যেখানে প্রসূতি থেকে ২ ও ৪ বছর বয়স পর্যন্ত বাচ্চাদের পোশাক পাওয়া যায়। এছাড়াও তিনি বিজ্ঞাপন থেকে প্রচুর টাকা উপার্জন করেন। আলিয়ার মোট সম্প্রতির পরিমান ১৮০ কোটি টাকা।
৫. ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)
২০১৯ সালে একটি বিউটি ব্র্যান্ড কোম্পানি লঞ্চ করেন ক্যাটরিনা। যার নাম ‛কে বিউটি’। রিপোর্ট অনুযায়ী ক্যাটরিনার মোট সম্পত্তির পরিমান ২৩০ কোটি।
৬. অনুষ্কা শর্মা (Anushka Sharma)
একটি প্রোডাকশনের মালিক হলেন অনুষ্কা। এছাড়াও ‛নুশ’ নামের একটি পোশাক ব্র্যান্ডের মালিক তিনি। রিপোর্ট অনুযায়ী অনুষ্কার মোট সম্পত্তির পরিমান ২৬৫ কোটি টাকা।