Advertisement
Entertainment

Rituparna Sengupta: ঋতুপর্ণার এই ৫ টি ছবি আজও ঝড় তুলে পুরুষ হৃদয়ে

Advertisement
Advertisements

তাকে ছাড়া বাংলা ইন্ডাস্ট্রি ভাবাই যায়না। কখনও তিনি মিষ্টি প্রেমিকা আবার কখনও প্রাক্তন, কখনও তিনি বেগমজান আবার কখনো শাশুড়ি-বৌমার ঝগড়া মেটাতে তিনি হয়ে ওঠেন মনোবিদ। কার কথা বলছি বলুন তো দেখি? তিনি হলেন বাংলা চলচ্চিত্র জগতের এভারগ্রীন নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। নব্বইয়ের দশকে তিনি পা রাখেন অভিনয় জগতে। প্রথমদিকে তাকে গ্রাম্য মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যেত।

তবে, সময়ের সঙ্গে যেমন ছবির ভাবধারা বদলেছে তেমনই ঋতুপর্ণাও (Rituparna Sengupta) নিজেকে তার মতো করে গড়ে তুলেছেন। একটা সময় প্রসেনজিৎ, চিরঞ্জিত, অভিষেক, তাপস পালের মতো তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে বহু ছবিতে অভিনয় করেছেন। এরপর বহুদিনের বিরতি শেষে আবারও ফিরে এসেছেন ‛প্রাক্তন’ (Prakton) সিনেমা দিয়ে। এছাড়া ‛দৃষ্টিকোণ’ (Dristikone), ‛বেলাশেষে’ (Belasese), ‛বেলাশুরু’র (Belasuru) মতো সিনেমা রয়েছে তার ঝুলিতে।

Advertisements

সময়ের সঙ্গে সঙ্গে যেমন বদলেছে ছবির ভাবধারা তেমনই বেড়েছে ঋতুপর্ণার বয়স। কিন্তু তাতে কি? তিনি এখনও নতুন প্রজন্মের কাছে হট এন্ড সেক্সী। তার ছবির সংখ্যা কমলেও অনুরাগীদের সংখ্যা কিন্তু একেবারেই কমেনি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো অভিনেত্রীর পাঁচটি শাড়ি লুক। যা দেখে নতুন করে আপনিও প্রেমে পড়তে পারেন ঋতুপর্ণার (Rituparna Sengupta)। চলুন তবে দেখে নেওয়া যাক।

Advertisements

১.কালো শাড়িতে মোহময়ী ঋতুপর্ণা:

 

View this post on Instagram

 

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks)

কালো বেনারসি সঙ্গে স্লিভলেস ব্লাউজ। একেবারে মোহময়ী লুক ঋতুপর্ণার। গলায় লম্বা পাতানো হার। টেনে বাঁধা চুল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মতো করে পোজ দিয়েছেন অভিনেত্রী।

.চেক শাড়িতে ঋতুপর্ণা

 

View this post on Instagram

 

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks)

নিজের বাড়িতে লক্ষী পুজোর আয়োজন করেছিলেন অভিনেত্রী। আর সেখানেই চেক শাড়িতে সেজে উঠেছিলেন। একেবারে ঘরোয়া বৌয়ের বেশে অর্থাৎ মাথা ভর্তি সিঁদুর, বড় টিপ ও হাতে পুজোর থালা নিয়ে ছবিটি তুলেছিলেন ঋতুপর্ণা।

৩.হলুদ শাড়িতে ঋতুপর্ণা

 

View this post on Instagram

 

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks)

হলুদ রঙের ঘিচা শাড়িতে অপরূপ সাজে নিজেকে সাজিয়ে তুলেছিলেন অভিনেত্রী। সঙ্গে পড়েছিলেন লাল রঙের ব্লাউজ। সামনে থেকে আঁচল দিয়ে একেবারে সাহসী লুকে র‍্যাম্পে হেঁটেছেন ঋতুপর্ণা।

৪.কাঞ্জিভরম লুকে গর্জিয়াস ঋতুপর্ণা

 

View this post on Instagram

 

A post shared by Lavannya (@lavannya_boutique)

মাল্টিকালারের শাড়িতে একেবারে গর্জিয়াস লুকে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। সঙ্গে পেয়ার করেছিলেন গোল্ডেন কালারের জুয়েলারি। হাসিমুখে ধরা দিয়েছেন অভিনেত্রী।

.কেরালা কটনে ঋতুপর্ণা

 

View this post on Instagram

 

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks)

দিনকয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছিলেন ঋতুপর্ণা। যেখানে তাকে কেরালা কটনে মোহময়ী লুকে দেখা যাচ্ছিল। ব্লাউজ ছাড়াই শাড়িতে এদিন হট এন্ড সেক্সী অবতারে ধরা দিয়েছিলেন সকলের প্রিয় ঋতু।