Entertainment

Top 5 ULLU web series: উল্লুর ঘাম ঝরানো ৫ টি ওয়েব সিরিজ, দরজা বন্ধ করে একা দেখুন

Top 5 ULLU web series: বর্তমানে সিনেমা হল থেকে মানুষ বেশি ওটিটি (OTT) প্লাটফর্মে সময় কাটান। সেগুলি যদি আবার হয় অ্যাডাল্ট  কিংবা ঘাম ঝরানো ওয়েব সিরিজ তাহলে তো কথাই নেই। ঠিক তেমনই একটি অ্যাপ হলো উল্লু (Ullu)। যেখানে আছে অ্যাডাল্ট ওয়েব সিরিজের ভান্ডার। চলুন আজ তেমনই সবথেকে ঘাম ঝরানো পাঁচটি ওয়েব সিরিজ নিয়ে আলোচনা করা যাক-

১) Doraha:

  • দোরাহা সিরিজে দুটি যুগলের সম্পর্ককে তুলে ধরা হয়েছে। দুটি যুগল নিজেদের মধ্যে আলাদা আলাদা ভালোবাসে। তবে তারা সকলে একই বাড়িতে বাস করেন। কিন্তু শেখর নামের একজন যখন তার স্ত্রীকে ছেড়ে চলে যায় তখন সমস্যা শুরু হয়। পরে তার ভাই কার্যত তার স্ত্রী ও বৌদির সাথে সম্পর্ক তৈরী করে।

২) Dil Do :

  • দিল দো ওয়েব সিরিজ হল এক মহিলাকে কেন্দ্র করে তৈরী হয়েছে। বিয়ের পরে দুজনের সংসার দারুণ কাটছিলো। তবে তার স্বামী হঠাৎ প্যারালাইসিস হয়ে যায়। তাকে অদ্ভুত চাকরি নিতে বাধ্য করা হয়। সে কার্যত সেক্স টয় বিক্রি করতে থাকে। প্রচুর টাকা তো করে নেন তবে সবাই তার শরীর চাইতে থাকে। উল্লুর মাধ্যমে এই সিরিজটি দেখতে পাবেন। সিরিজটিতে তানিয়া চ্যাটার্জি এবং প্রিয়া গামরে প্রধান ভূমিকায় রয়েছেন।

৩) Matki :

  • সিরিজে বিন্দু নামের একটি বিবাহিতা মহিলার গল্প দেখানো হয়েছে। যেখানে তার স্বামী বিন্দুর শারীরিক ইচ্ছা পূরণ করতে পারে না। শহরে কাজ করে তার স্বামী যার ফলে গ্রামের বাড়িতে সে একা থাকে। একসময় বিন্দুর বাড়িতে আসে তাদের ভাইপো। তার কাকিমার কামুক শরীর দেখে সে প্রলোভীত হয়ে ওঠে। সাথেই সম্পর্ক তৈরী করতে চায়। তবে দুজনেই এক সময় প্রেমে পরে যায়। বিন্দুর স্বামী ফিরে আসলেও তার উপরে মন বসে না। এই সিরিজেও প্রধান ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়া গামড়ে।

৪) Walkman :

  • এক বিবাহিত মহিলার গল্প দেখানো হয়েছে। সে তার বরের সাথে শারীরিক সম্পর্ক ভালো ছিল না। গ্রাম্য পরিবেশে শরীরের চাহিদা তার স্বামী কোনোদিন মেটাতে পারেনি। তাই সে তার আশেপাশের অন্যান্য পুরুষদের সাথেও অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। এরকম একজন পুরুষ হলেন তার নিজের ভাগ্নে। সিরিজের প্রধান মুখ ঋদ্ধিমা তিওয়ারি।

৫) Charamsukh Tauba Tauba :

  • দুই বোনের একটি গল্প দেখানো হয়েছে। যারা একটি ছেলের জন্য শত্রু হয়ে যায়। একই ছেলেকে দুই বোন সমানভাবে চাইতে থাকে। রাজসি ভার্মা এবং মুসকান আগরওয়াল কে দেখা গিয়েছে মুখ্য চরিত্রে। উষ্ণতায় পরিপূর্ণ ও দুর্দান্ত রোমান্টিক এই সিরিজ দেখতে আপনার ঘাম ঝরতে বাধ্য।