Brain TeasersOffbeat

বুদ্ধির খেলা: বলুন তো এই ছবিতে কি ভুল রয়েছে? যদি ৮ সেকেন্ডে বলতে পারেন আপনি জিনিয়াস

Brain Teaser: বলুন তো দেখি ছবির মধ্যে কোন ভুল লুকিয়ে রয়েছে? 8 সেকেন্ডে উত্তর দিতে পারলেই জিনিয়াস

Brain Teaser: অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা ব্রেন টিজার (Brain Teaser) মূলত আমাদের দৃষ্টিভ্রম করে। হামেশাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এ ধরনের নানান ছবি। দেখতে সহজ মনে হলেও এই ধাঁধা সমাধান করা কিন্তু বেশ কঠিন। তবে সমাধান করতে পারলে হদিশ পাওয়া যায় একজন ব্যক্তির আইকিউ লেভেল সম্পর্কে। এমনকি চোখের পরীক্ষা করে নিতে কিংবা মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নিতেও ব্যাপক উপকারী এ ধরনের খেলা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। সেই ছবিটি সমাধান করার চ্যালেঞ্জ দেওয়া হল আপনাদের।

Today’s Brain Teaser

অন্যান্য দিনের মতোই আজকেও Humppy.com আপনাদের জন্য নিয়ে এসেছে একটি অসাধারণ খেলা। প্রতিবেদনে যে ছবিটি তুলে ধরা হল সেটি খালি চোখে দেখলে কিছুই খুঁজে পাওয়া যাবে না। তবে যাদের বুদ্ধি প্রখর তারাই কিন্তু এই ছবিতে লুকিয়ে থাকা ভুলটি খুঁজে পাবেন সহজে। 8 সেকেন্ডের মধ্যে খুঁজে নিতে পারলেই জিনিয়াস।

সময় শুরু হল এখন

8

7

6

5

4

3

2

1

খুঁজে পেলেন? আচ্ছা দ্বিতীয়বার চেষ্টা করে দেখুন। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, সমগ্র ছবির মধ্যে কেবলমাত্র একটি ভুল লুকিয়ে রয়েছে।

দ্বিতীয়বার শুরু হল সময়

8

7

6

5

4

3

2

1

সময় শেষ, এবার উত্তর খুঁজে নেওয়ার পালা।

ভালো করে তাকিয়ে দেখুন ছবিটির দিকে। দেখুন ব্যক্তিটির হাতে কুঠারের বদলে রয়েছে অন্য কিছু। আপনাদের বোঝার সুবিধার্থে চিহ্নিত করে দেওয়া হল ছবিতে থাকা ভুলটি।

খেলায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আগামী দিনে এমন মজার মজার খেলা পেতে নজর রাখুন আমাদের পেজে।