Brain TeasersEntertainment

মা-মেয়ের গল্প নিয়ে আসছে ‘জল থই থই ভালোবাসা’, নতুনভাবে দেখা মিলবে অপরাজিতার! প্রোমো দেখে খুশি দর্শকরা

Jol Thoi Thoi Valobasa: মায়েদের গল্প নিয়ে হাজির অপরাজিতা, প্রকাশ্যে নয়া ধারাবাহিকের প্রোমো

নতুন আসে পুরনো যায়। বরাবরই এই রীতির সঙ্গে যুক্ত আমরা। বাংলার বিনোদন দুনিয়ায় কিন্তু হয় না তার অন্যথা। একের পর এক নতুন মেগা ধারাবাহিক নিয়ে হাজির হচ্ছে জি বাংলা এবং স্টার জলসা। ক্রমশই এই দুই চ্যানেল একে অপরকে দিয়ে চলেছে টক্কর। জি বাংলায় নয়া ধারাবাহিক আসার খবর জানা গিয়েছিল আগেই। এবার হাড্ডাহাড্ডি লড়াই ময়দানে নামলো স্টার জলসা। খুব শীঘ্রই নয়া মেগা ‘জল থৈ থৈ ভালোবাসা'(Jol Thoi Thoi Valobasa) নিয়ে হাজির হতে চলেছেন সকলের প্রিয় ‘লক্ষ্মী কাকিমা’। তথা অভিনেত্রী অপরাজিতা আঢ্য। ইতিমধ্যেই প্রকাশ্যে চলে এসেছে সিরিয়ালের প্রোমো।

Jol Thoi Thoi Valobasa

মা এবং মেয়ের সম্পর্কের গল্প বড়পর্দায় ফুটিয়ে তুলেছেন অপরাজিতা। এবার সেই গল্পই দেখা যাবে টেলিভিশন দুনিয়ায়। অপরাজিতার অভিনীত চরিত্রটির নাম কোজাগরী বসু। তাঁর মেয়ের চরিত্রে দেখা যাবে অনুশা বিশ্বনাথনকে। অন্যদিকে তাঁর স্বামী চরিত্রে দেখা মিলতে পারে চন্দন সেনের। শেষবার এই জুটিকে দেখা গিয়েছে লীনা গঙ্গোপাধ্যায়ের ‘পুন্যি পুকুর’ সিরিয়ালে। ফের একবার ফিরতে চলেছে সেই ম্যাজিক। যদিও অনুশার নায়ক কে হবেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে যে প্রোমো ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা গেল, রান্না ঘরে মহা আনন্দে নাচ-গানে ব্যস্ত অপরাজিতা। অন্যদিকে হাতে স্মার্টফোন নিয়ে ব্লগিং করতে ব্যস্ত তার মেয়ে। সে জানায়, আমাদের বাড়ির হোম মিনিস্টার অর্থাৎ আমার মায়ের নাচ, গান, আবৃত্তি সবেতেই জুড়ি মেলা ভার। ঠিক তখনই অপরাজিতা ওরফে কোজাগরী বলে ওঠেন, ‘ সব মায়েরই জুড়ি মেলা ভার’।

ইতিমধ্যে চ্যানেল কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ‘জল থৈ থৈ ভালোবাসা’ (Jol thoi thoi valobasa) গল্পের টেলিকাস্টের দিনক্ষণ। 25 সেপ্টেম্বর থেকেই সফর শুরু হবে এই সিরিয়ালের। অন্যদিকে ওই একই দিনে একই স্লটে জি বাংলার পর্দায় পথ চলা শুরু করবে ‘মিলি’। অর্থাৎ বলাই যায়, ফের একবার কোমর বেঁধে ময়দানে নামতে চলেছে দুই চ্যানেল কর্তৃপক্ষ। কার ম্যাজিক চলবে টিআরপি তালিকায়? ‘মিলি’ নাকি ‘জল থৈ থৈ ভালোবাসা’? এখন সেটাই দেখার।